poloker sopno

ui

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪


সাঁতার শেখার মন্ত্র

শান্ত হাওয়ায় পদ্মদীঘির জল করে টলমল
জলের ভেতর মাছের সাঁতার ছলা ছলা ছল্
তাইনা দেখে ইচ্ছেগুলো নূপুর হয়ে বাজে
কাটবো সাঁতার কিন্তু আহা, মন্ত্র জানি না যে !
মাছের কাছে তাই মিনতি- মন্ত্র শেখাও ভাই
বিন্নি ধানের খই দেবো গো, যার তুলনা নাই
ধুত্তুরি ছাই, মাছগুলো কি কানেও শোনে না ? ইচ্ছেমতো কাটছে সাঁতার এলিয়ে দিয়ে গা
ওমা একি !
দেখো দেখি
পদ্ম পাতার নিচে এযে মাছের রাজা বোয়াল !
হা করে সব শুনলো বুঝি উঁচিয়ে দুটি চোয়াল
আমার  মনের দুঃখ তবে জানলো বোয়াল রাজ
মন্ত্র এবার শিখেই যাবো থাক্গে যতো কাজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন