poloker sopno

ui

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪


বান মারণ




প্রথমে কাঁকড়ার বাম পায়ের নিম্নদিকের দাড় বানের ফলা অর্থা তীর তৈরী করবেন, এরপর গরুর শিরা দ্বারা ধনুকের দাড় প্রস্তুত করিবেন, এরপর গঙ্গা বা পদ্মার মাটি দ্বারা শত্রুর একটি মুর্তি তৈরী করবেন ছোট পুতুলের মত, এবার নিম্নলিখিত মন্ত্রে অযুত (10000 ) সংখ্যক বার জপ করত ধনুক তৈরী করবে, এবং প্রত্যহ একটি করিয়া তীর প্রতিমুর্তির বুকে মারিতে হইবেকয়েকদিনের মধ্যে শত্রু বিছানাগত হইবে এবং কয়েকদিনের মধ্যে মারা পরিবে
মন্ত্রঃ …….হন হন ধুন ধুন পচয় পচয়
ঘাতয় ঘাতয় হুঁ কট্ ঠঃ ঠঃ স্বাহা।।

কাউকে গভির ঘুমে অচেতন রাখার জন্যঃ

















কাউকে গভির ঘুমে অচেতন রাখার জন্যঃ

 

কোন মুসলমান যদি শনিবার বা মঙ্গল বার মারা যায়, তার কবর দেওয়ার পর সেই দিনই বা পরবর্তি শনি বা মঙ্গল বার অর্ধ রাত্রে কবরাস্তানে গিয়ে সেই কবরের কিছু মাটি তুলে নিয়ে আসতে হবেএবার যাকে ঘুম পাড়াতে হবে তার নিদ্রাবস্থায় সেই মাটির কিছু মাটি যদি তার চোখে মুখে ছিটিয়ে দেওয়া যায় তবে সে অচেতনের মত ঘুমাতে থাকবেকোন ভাবেই আর ঘুম ভাঙ্গবে নাযদি না তার মুখের সেই মাটি ঝেরে ফেলা হয়।।

সাঁতার শেখার মন্ত্র

শান্ত হাওয়ায় পদ্মদীঘির জল করে টলমল
জলের ভেতর মাছের সাঁতার ছলা ছলা ছল্
তাইনা দেখে ইচ্ছেগুলো নূপুর হয়ে বাজে
কাটবো সাঁতার কিন্তু আহা, মন্ত্র জানি না যে !
মাছের কাছে তাই মিনতি- মন্ত্র শেখাও ভাই
বিন্নি ধানের খই দেবো গো, যার তুলনা নাই
ধুত্তুরি ছাই, মাছগুলো কি কানেও শোনে না ? ইচ্ছেমতো কাটছে সাঁতার এলিয়ে দিয়ে গা
ওমা একি !
দেখো দেখি
পদ্ম পাতার নিচে এযে মাছের রাজা বোয়াল !
হা করে সব শুনলো বুঝি উঁচিয়ে দুটি চোয়াল
আমার  মনের দুঃখ তবে জানলো বোয়াল রাজ
মন্ত্র এবার শিখেই যাবো থাক্গে যতো কাজ

সর্পভয় নিবারণঃ



আস্তীকঃ সর্পসত্রে বঃ পন্নগান্ যোহভ্যরক্ষত
তং স্মরন্তং মহাভগাঃ  মাং হিংসিতুমর্হথ।।
সর্পপসর্প ভদ্রং তে গচ্ছ সর্প মহাবিষ
জনমেজয়স্য যজ্ঞান্তে আস্তীক বচনং স্মর।।
আস্তীকস্য বচঃ শ্রুত্বা যঃ সর্পো  নিবর্ততে
শতধা ভিদ্যতে মূর্ধ শিংশবৃক্ষফলং যথা।।

তন্ত্র শাস্ত্রের অতি পূরণ কিতাবের একটি আধ্যয়ে বলা হয়েছে উপরক্ত স্তবটি, যদি কোন ব্যক্তি দিনে একবার পাঠ করে তবে ঐ দিন আর ঐ ব্যক্তির বা তার বাড়ীস্ত কোন ব্যক্তির সাপের কামরে মৃত্যু ভয় থাকবে নাএই কথাটি সয়ং সর্পরাজের মুখের কথা।। 




দূরপথ হেটে গেলেও ক্লান্তি আসবে নাঃ



দূরপথ হেটে গেলেও ক্লান্তি আসবে নাঃ

 

বিধিঃ কালো তিতির পাখী ধরে এনে ৩দিন তাকে কিছু খেতে দিবে না৪দিনের দিন তাকে পারা খাওয়ায় দেবেতারপর দুধে ভিজানো চাল খাওয়াবেযখন তিতির পাখিটি পায়খানা করবে, তখন তার সঙ্গে পারা বের হবেকারন পারা হজম হয় নাসেই পারা দিয়ে গুলী তৈরী করবেএবার সেই পারা মুখের মধ্যে রেখে যতদুর ইচ্ছা হাটতে পারেন বা সাইকেল চালাতে পারেন আপনাকে কোন ভাবেই ক্লান্তি ভর করবে নাবর্তমানে এই টোটকা সর্ম্পূন বেকার কারন এখন কার যুগে আর মানুষ হেটে কোথাও যায় না।।

নিশিদ্ধ তন্ত্র (ব্লাক স্পিল)



শত্রুর মলরোধে মৃত্যুঃ

 

যে শত্রুর মলরোধ করতে হবে প্রথমে তান্ত্রিক মতে তার মল সংগ্রহ করতে হবে এবার একটি বিচ্ছু (বিষ মাকড়া/ বিচ্ছু কাকড়া) যোগার করতে হবে এবার এই দুই বস্তু একটা নতুন মাটির হাড়ীতে রেখে সরা বা মাটির ঢাকনি দ্বারা আচ্ছাদন করতে হবে এবার সেটা কোন নির্জন স্থানে মাটির নিচে পুতে রাখতে হবেতাহলে যার মল এখানে আছে সেই ব্যক্তির মল রোধ হবে অর্থা তার পায়খানা বন্ধ হবে এবং মৃত্যপ্রায় হয়ে যাবে যতক্ষন না সেটা আবার পুনরায় তুলে ফেলা হয়যদি না তোলা হয় তবে সে মল রোধ হয়ে মরা যাবে

বশীকরন পান পড়া


বশীকরণ পান পড়া (মুসলিম মন্ত্র)ঃ

বশীকরণ পান পড়া (মুসলিম মন্ত্র)ঃ

 

“ফাসা ইয়াকফিকা’হুমুল্লাহু ওয়া হুওয়াস সামিউল আলিমি”

উক্ত মন্ত্র পানের উপর লিখে বা ফু দিয়ে কাউকে খাওয়ালে সে কর্তা ব্যক্তির প্রেমে পাগল হবে।।